ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পিজিয়নে হাল্কা শীতের ফুলস্লিভ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
পিজিয়নে হাল্কা শীতের ফুলস্লিভ

শীতের সময় বাড়তি কদর পায় ফুলস্লিভ টি-শার্ট

সারা বছরই তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় থাকা পোশাকের নাম টি-শার্ট। তবে শীতের সময় বাড়তি কদর পায় ফুলস্লিভ টি-শার্ট।

হাল্কা শীত মানানোর পাশাপাশি ফুলস্লিভ টি-শার্ট গায়ে দিয়ে তার ওপর একটা পাতলা জ্যাকেট, ব্লেজার বা চাদর জড়িয়ে নিলে শীত থেকে বাঁচার পাশাপাশি ফ্যাশনটাও হয়।  
তারুণ্যের পছন্দের ফ্যাশন হাউস পিজিয়ন নিয়ে দুর্দান্ত ডিজাইনের সব ফুলস্লিভ পলো এবং ফুলস্লিভ টি শার্ট। এক্সপোর্ট কোয়ালিটি পলো টি-শার্টগুলো শতভাগ কটন কাপড়ের তৈরি। ঢাকার নিউমার্কেট, নূরজাহান মার্কেট, ধানমন্ডির বিভিন্ন শপিংমল, মিরপুরসহ শহরের প্রায় প্রতিটি মার্কেটে এবং দেশের বিভিন্ন জেলা শহরের মার্কেটগুলোতে রয়েছে পিজিয়নের ডিলার।  
যোগাযোগ : বাড়ি ২, রোড ৩, মিরপুর অরিজিনাল ১০, ঢাকা। ০১৭১২-১৯৩০৫১ ও ০১৯২৪-৯৪৭৯৬৪।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।