ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মুক্তির  গানে  রঙ বাংলাদেশ-এর  বিজয়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
মুক্তির  গানে  রঙ বাংলাদেশ-এর  বিজয়

 সুতি এই কালেকশনে শাড়ির দাম ১৭০০-২৫০০ টাকা। আর পাঞ্জাবি ৯৫০-১২৫০ টাকা।

বছর ঘুরে আবার ডিসেম্বর। বাঙালির অনন্য অহঙ্কারের মাস।

বিজয় গৌরবে মেতে ওঠার উপলক্ষ।  

বাংলাদেশের ঘরোয়া ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম রঙ বাংলাদেশ বিজয়ের উদযাপনকে অন্য মাত্রা দিতে বিশেষ ব্যবস্থা করেছে। মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে অন্য অনেক উপাদানের সঙ্গে ছিল গান। মুক্তির গান। এই বিশেষ বিষয়কে এবার ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে। নির্দিষ্ট তিনটি রঙ সাদা, লাল ও সবুজে ফুটেছে বিজয়ের নকশা। সবুজ আর লালের নানা শেডও এক্ষেত্রে পরিপূরক হয়েছে।  

মুক্তির গান দিয়ে স্ক্রিন প্রিন্ট করা শাড়ি আর পাঞ্জাবি এবারের কালেকশনের মূল আকর্ষণ। আর শাড়ির আঁচল সাজানো হয়েছে পতাকার নান্দনিক নকশায়।  সুতি এই কালেকশনে শাড়ির দাম ১৭০০-২৫০০ টাকা। আর পাঞ্জাবি ৯৫০-১২৫০ টাকা।

এই কালেকশন কেবল বড়দের নয়। আছে ছোটদের জন্যও। সবুজ, লালও  টিয়ায় দারুণ সব পোশাক করা হয়েছে মেয়েদের জন্য। ছেলেদের পাঞ্জাবি করা হয়েছে চমৎকার সব কাটে।  

হেল্পলাইন- ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৯৮৪৮৮৮৪৪৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।