ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

হোম ডেলিভারিতে শীতের পিঠা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
হোম ডেলিভারিতে শীতের পিঠা

বাংলার ঐতিহ্যবাহী বাহারি রকমের পিঠা আমাদের সংস্কৃতির একটা অংশ। শীত এলে পিঠাপুলির কদর বেড়ে যায় বহুগুণে। শহুরে কৃত্রিমতায় ঐতিহ্যবাহী পিঠাগুলোর স্বাদ অনেকেই উপভোগ করতে পারেন না।

বাংলার ঐতিহ্যবাহী বাহারি রকমের পিঠা আমাদের সংস্কৃতির একটা অংশ। শীত এলে পিঠাপুলির কদর বেড়ে যায় বহুগুণে।

শহুরে কৃত্রিমতায় ঐতিহ্যবাহী পিঠাগুলোর স্বাদ অনেকেই উপভোগ করতে পারেন না। মূলত তাদের জন্য টুনটুনিবিডি অনলাইন শপিং বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে পিঠা কেনার সুযোগ। হোম ডেলিভারি সুবিধা থাকায় গ্রাহকরা পাচ্ছেন খুব সহজেই বাহারি রকমের পিঠার স্বাদ।

টুনটুনিবিডি অনলাইন শপিং এ সম্পূর্ণ নিজস্ব তত্বাবধানে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে দক্ষ শেফ দ্বারা তৈরি হয় মজাদার সব পিঠা। রয়েছে করপোরেট অর্ডার, গায়ে হলুদ-বিয়ে-পিকনিকসহ অন্যান্য অনুষ্ঠানের জন্য অর্ডারসহ আরও সুবিধা। এসব পিঠার মধ্যে রয়েছে নকশি-পিঠা, পাটি-শাপ্তা, মালপোয়া, ঝাল-পোয়া, ঝাল-পুলি, পোয়া-পিঠা, নারিকেলের- নাড়–, কুলি-পিঠা, ঝিনুক-পিঠা, মূগডালের পাকন পিঠা, লবঙ্গ -লতিকা ইত্যাদি।

বিস্তারিত ওয়েবসাইট:- www.tuntunibd.com  এবং ফেইসবুক fb.com/tuntunishopping। কাস্টমার সার্ভিস ০১৭২৪৭০৮৩৩৭, ০২৮১০০৬৭৫। অল্প খরচে ঘরে বসে শীতের গরম গরম পিঠা খাওয়ার এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।