ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় বিজয় দিবস 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
লা মেরিডিয়ান ঢাকায় বিজয় দিবস 

ডিসেম্বর মানে বিজয় ও অর্জনের মাস আর মুক্তির আনন্দ ১৬ ডিসেম্বর। স্বাধীনতা ও বিজয়ের আনন্দ উদযাপনে দেশীয় খাবারের আয়োজন আনে দেশজ সংস্কৃতির বারতা।

ডিসেম্বর মানে বিজয় ও অর্জনের মাস আর মুক্তির আনন্দ ১৬ ডিসেম্বর। স্বাধীনতা ও বিজয়ের আনন্দ উদযাপনে দেশীয় খাবারের আয়োজন আনে দেশজ সংস্কৃতির বারতা।

এরই অংশ হিসেবে পরিবার ও বন্ধুদের নিয়ে বিজয় দিবস উদযাপনকে আনন্দময় করে তুলতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে বাঙালি খাবারের আয়োজন।  

রেগুলার বুফে ডিনারের সাথে এ তিন দিনব্যাপী এই আয়োজনের পুরোটা জুড়েই থাকবে বাঙালির ঐতিহ্যবাহী মিশ্র মশলা যুক্ত খাবার। পছন্দমত বাঙালি খাদ্যের মৃদু মশলার স্বাদ কিংবা ঝাজালো স্বাদ- দুই-ই নিতে পারবেন অতিথিরা। বিজয়ের চেতনা ধারণ করে লেটেস্টে রেসিপি রেস্ট্রুরেন্টে বাংলার ঐতিহ্যবাহী গানে বিজয়ের আবহ তৈরি করা হবে।  

অতিথিরা এই আয়োজন উপভোগ করতে পারবেন ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম¦র ২০১৬ পর্যন্ত।  

সন্ধ্যা ৭ থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে জনপ্রতি ৩৬০০++ টাকায় এই অফার উপভোগ করা যাবে।  
অতিথিরা তাদের পছন্দ অনুসারে সরাসরি ২০ শতাংশ ছাড় অথবা নির্দিষ্ট মোবাইল অপারেটর ও ব্যাংকের গ্রাহকদের জন্য একটি কিনলে একটি ফ্রি অফার বেছে নিতে পারবেন।  

বিস্তারিত জানতে ০১৯৯০৯০০৯০০ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।