ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ব্রাইডাল জুয়েলারি ফেয়ার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ব্রাইডাল জুয়েলারি ফেয়ার ছবি: ডায়মন্ড ওয়ার্ল্ড

নতুন বছরের আনন্দকে বাড়িয়ে দিতে দি আর্ট অব বিউটি স্লোগানে হীরা ও স্বর্ণের গহনার বিশাল সমাহার নিয়ে শিল্প নগরী  খুলনার কেডিএ নিউ মার্কেটের ডায়মন্ড ওয়ার্ল্ড-এর নিজস্ব শোরুমে শুরু হল চার দিনব্যাপী ব্রাইডাল জুয়েলারি ফেয়ার।

মেলাটি ১৯ জানুয়ারি(বৃহস্পতিবার)  থেকে শুরু হয়ে চলবে ২২ তারিখ পর্যন্ত।  ক্রেতাদের কাছে  আন্তজার্তিকমানের ও আধুনিক ডিজাইনের জুয়েলারি তুলে দিতেই এ মেলার আয়োজন করো হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।

 

তিনি বলেন, এই প্রথম একই ছাদের নিচে রোজ গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশনসহ ডায়মন্ড ও গোল্ডের প্রায় চল্লিশ হাজারের ও বেশি ডিজাইনের প্রোডাক্ট দর্শনার্থীদের দেখার সুযোগ রয়েছে।  

মেলায় কেনাকাটায় বিশেষ উপহার হিসেবে রয়েছে আইফোন৭। এছাড়াও ডায়মন্ডের গহনায় ৩০শতাংশ ছাড়।  

যোগাযোগ: ০১৭১৩১৯৯২৭০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।