ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটজ’র আজীবন মালিক এবার আপনিও!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটজ’র আজীবন মালিক এবার আপনিও! বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটজ’র আজীবন মালিক এবার আপনিও!

কক্সবাজারের কলাতলি বিচের কাছে ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটজ’ হোটেলের অবস্থান।

সুপ্রশস্ত লবি, রেস্টুরেন্ট, বেনকুয়েট হল, জুস বার, খোলা আকাশের নিচে বড় সুইমিং পুল, জিমনেসিয়ামসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই হোটেলে।

রয়েছে ২৩৬টি অভিজাত কক্ষ।

এসব কক্ষের প্রতিটি কোণ থেকেই সমুদ্র দর্শন করা যাবে। দলিল নিয়ে শেয়ার্ড ওনারশিপ ভিত্তিতে তৈরি ১৫ তলা এই হোটেলের আজীবন মালিকানা পাওয়ারও সুযোগও থাকছে।

যে কেউ সাড়ে ছয় লাখ টাকা বিনিয়োগ করে পাচ্ছেন সারাজীবন বিনামূল্যে এই হোটেলে থাকা ও মুনাফা লাভের সুযোগ।

বিশ্বখ্যাত আমেরিকান হোটেল চেইন দ্বারা পরিচালিত এই হোটেলের আজীবন মালিকানা ও আতিথেয়তার সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য।  

বিস্তারিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটজ এর ফেসবুক ফ্যান পেজে- fb/bycoralreef/?fref=ts (Best Western Plus Heritage )

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।