ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আর কী কী ভুলে যাই?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আর কী কী ভুলে যাই? ভুলে যাই

অফিস বাসা সব একসঙ্গে সামলাতে প্রায়ই হিমশিম খেতে হচ্ছে আমাদের। এই অতিরিক্ত ব্যস্ত জীবনের প্রভাব পড়ছে আমাদের মনের ওপর। আর তাই প্রতিদিন যে কাজগুলো আমাদের করতে হয়, এর মধ্যেও অনেকগুলোই আমরা প্রায় নিয়মিতই ভুলে যাচ্ছি। 

সম্প্রতি দুই হাজার প্রাপ্তবয়স্ক কর্মজীবী নারী-পুরুষের ওপর চালানো নতুন এক গবেষণায় জানা গেছে, অনেক বেশি ব্যস্ত থাকার ফলে কমন কিছু বিষয় যেগুলো আমরা প্রতিদিনই করে থাকি এর মধ্যে অন্তত পাঁচটি জিনিস প্রায়ই ভুলে যাই।  

আসুন দেখি, ভুলে যাওয়ার তালিকায় যা রয়েছে:
পরে কথা বলছি বলে, জরুরি ফোন করতে ভুলে যাওয়া
মেইল-এর উত্তর পাঠাতেও অনেকেই ভুলে যাচ্ছি
প্রিন্টারে কাগজ রাখতে হবে, এটা তো মেনই থাকে না
বক্সে অফিসের খাবার ভরে রেখেও আনতে ভুলে যাই
মোবাইলে চার্জ দিতে ভুলে গেলে, এরপর যদি কোনো কারণে বাইরে যেতে হয় আর চার্জ দেয়ার সুবিধা না থাকে, তখন কেমন লাগে!
বসের সামনে সব সময় ব্যবহার করা মেইল-এর পাসওয়ার্ডও তো আমরা প্রায় সবাই ভুলে যাই।

কি বলেন?
আরও আছে..
খুব পরিচিত অথচ দেখা হলে নাম মনে না থাকা
বার বার মনে করার পরও প্রিয় বন্ধু অথবা পরিবারের কারও জন্মদিনে শুভেচ্ছা জানাতে 
সাপ্তাহিক ছুটির আগের রাতেও ঘড়ি বা মোবাইল ফোনে এ্যালার্ম দিয়ে ঘুমাই। যে জন্য ছুটির সকালে এ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়।  
আজও ভুলে ঘরের ভেতরে চাবি রেখে বাইরে থেকে দরজা লক করে চলে এলেন? 
শপিং করার সময় কে কে টাকা দিয়েও পণ্যটি ভুলে রেখেই চলে আসেন?

যদিও এই ভুলে যাওয়ার প্রবণতাকে অনেকেই বুড়ো হয়ে যাওয়ার আগাম বার্তা মনে করি। তবে আমরা যদি এই ছোট ছোট ভুলে যাওয়াকে বড় করে না দেখি তবে ধীরে ধীরে এই ভুলের পরিমাণ কমে আসবে। আর কোনো কিছু ভুলে গেলে নিজেকে দোষারোপ না করে একবার ভাবুন তো এই জীবনে আমরা কত গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখেছি আর সবগুলো কাজ সময় মতো শেষ করছি, তা হয়তো গুণে শেষ করা যাবে না।  

আপনি কোন ভুল করেন, আর এই ভুল থেকে বেড়িয়ে আসতে আমরা কী করতে পারি? 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।