ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রঙ বাংলাদেশের একুশে সংগ্রহ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
রঙ বাংলাদেশের একুশে সংগ্রহ রঙ বাংলাদেশের একুশে সংগ্রহ

বাঙালির যা কিছু অহংকারের, একুশ তার একটি। আর বাংলা বর্ণমালা আমাদের প্রাণের চেয়ে প্রিয়। তাই দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালাকে নকশার বিষয় করে। 

ভাষার মাসের বিশেষ রং হিসেবে সাদা আর কালো আমাদের ভাবনার জগত জুড়ে আছে। সেই সাদা আর কালোর সঙ্গে এ বছরের  একুশে সংগ্রহে আরো যোগ করা হয়েছে ছাই রং বা অ্যাশ আর অফ হোয়াইট।

এবারের সংগ্রহে থাকছে পুরুষ আর মেয়েদের ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্ন পোশাক। মেয়েদের জন্য তৈরি করা হয়েছে সুতি ও হাফ সিল্ক শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ,লং-স্কার্ট ও টপস।

অন্যদিকে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, আর টি-শার্ট। এছাড়া ফ্রক, স্কার্ট-টপস, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট করা হয়েছে শিশুদের জন্য।

ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, মেশিন ও হ্যান্ড এমব্রয়েডারিতে করা হয়েছে জমিন অলংকরণ।  
দামও রাখা হয়েছে সবার সাধ্যের মধ্যে।
 
একুশে সংগ্রহ পাওয়া যাচ্ছে রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের সবগুলো শোরুমে।  

হেল্পলাইন- ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৯৮৪৮৮৮৪৪৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।