ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকায় ‘ফ্রিডম ওমেনস্ কারনিভাল’ ২০১৭

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
ঢাকায় ‘ফ্রিডম ওমেনস্ কারনিভাল’ ২০১৭

আন্তজার্তিক নারী দিবস বুধবার (০৮ মার্চ)। এ পৃথিবীতে নারীর ভূমিকা অতুলনীয়। তাই প্রথমবারের মতো নারী দিবসকে স্মরণীয় করে রাখতে ফ্রিডম শুধু নারীদের জন্য নিয়ে আয়োজন করছে ‘ফ্রিডম ওমেনস্ কারনিভাল’ ২০১৭।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ধানমণ্ডির কলাবাগান মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে নারীদের জন্য থাকছে মেহেদী উৎসব, নাগরদোলা, কারাওকে, নানা রকমের গেমস ও ঢাকার বিখ্যাত সব খাবারের সমাহার।

আরো থাকছে সূরের মূর্ছনায় মন মাতিয়ে রাখার জন্য মিষ্টি সূরের জনপ্রিয় শিল্পী কনা, পাওয়ার ভয়েসের জনপ্রিয় শিল্পী কর্নিয়া এবং রকিং ডিজে সনিকা।

ঢাকার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্রীসহ সব ধরনের পেশাজীবী নারীরা এ মিলনমেলায় যোগদান করবে।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আট নারীকে সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।