শনিবার বিকেলে লা রিভের নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডিজাইন এন্ড ক্রিয়েটিভ বিভাগের পরিচালক মন্নুজান নার্গিস। এসময় তিনি বলেন, তারুণ্যের আগ্রহ ও দেশের ক্রমবর্ধমান ফ্যাশনসচেতন ক্রেতাদের কেনাকাটা আরো সহজ করতে নতুন এই বিক্রয়কেন্দ্রটি চালু করা হয়েছে।
মন্নুজান নার্গিস আরো বলেন, লা রিভের বাসাবো বিক্রয়কেন্দ্রে নারী, পুরুষ, শিশু ও নবজাতকের জন্য পোশাকের পাশাপাশি রয়েছে ব্যাগ, ঘড়ি, বেল্ট ও অলংকারের বিশাল সংগ্রহশালা।
উদ্বোধন শেষে লা রিভের বসন্ত ও চৈত্রের পোশাক ও লাইফস্টাইল পণ্যের আয়োজন নিয়ে বর্ণাঢ্য র্যাম্প শো প্রদর্শিত হয়।
লা রিভ
২০০৯ সালে যাত্রা শুরু করে লা রিভ রিভটেক্স লিমিটেড। বর্তমানে ঢাকার উত্তরা, মিরপুর-১, ধানমন্ডি, বনশ্রী, যমুনা ফিউচার পার্ক, বেইলি রোড, গুলশান পুলিশ প্লাজা, বসুন্ধরা সিটি, ওয়ারীসহ নারায়ণগঞ্জ এবং সিলেটে ব্র্যান্ডটির আউটলেট রয়েছে।