ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সাদাকালোর বৈশাখ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
সাদাকালোর বৈশাখ  সাদাকালোর বৈশাখ 

নববর্ষ  বাঙালির অসাম্প্রদায়িক এক সর্বজনীন উৎসব। বাঙালিরা এদিনে নতুন বছরকে বরণ করে নেয় পরম মমতায়, ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। শুরু করে হালখাতার উৎসব।

 

‘সাদার শুদ্ধতায় শুরু হোক বৈশাখ’ এই শিরোনামে সাদাকালোতে এবার তুলে ধরা হয়েছে সাদায় সাদা প্রিন্ট। গ্রীষ্মের সময়কে প্রাধান্য দিয়ে সকল আয়োজনে থাকবে সাদা।

কাঁথা স্টিচের মোটিফকে কখনও ব্লকে, স্ক্রিনে, এম্ব্রয়েডারি ও কারচুপিতে সাদা কাপড়ে সব কিছু সাদা দিয়ে তৈরি হয়েছে মেয়েদের জন্য শাড়ি, কামিজ, টপস। ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, যুগল পোশাক আর বড়দের সঙ্গে ছোটদের একই রকম পোশাক থাকবে বরাবরের মতো।  

সাদাকালোর সবগুলো শোরুমে সাধ্যের মধ্যে বৈশাখের পোশাক পাওয়া যাচ্ছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।