ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সেইলরে বৈশাখ ও ছাড়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
সেইলরে বৈশাখ ও ছাড় সেইলরে বৈশাখ ও ছাড়

বৈশাখের পোশাকে শতভাগ বাঙালিয়ানার থিম, মোটিফ, নকশা দিয়ে ডিজাইন এনেছে ফ্যাশন ব্র্যান্ড সেইলর।

পোশাকের প্যাটার্ন ও কাট  বৈচিত্র্যের সঙ্গে যোগ হয়েছে এমব্রয়ডারি এবং ডিজিটাল প্রিন্টেড ভ্যালু এডিশনসহ বিভিন্ন ছাপচিত্র।  

সেইলর - বৈশাখী পোশাকগুলোর মোটিফ হিসেবে ব্যবহার হয়েছে বাংলা সংক্রান্তির রং-এর ছটা, পাখির, ফুল ও প্রকৃতির নানা সৌন্দর্য।

শতভাগ সুতি কাপড়ে তৈরি এসব পোশাকে থাকছে রঙের উজ্জ্বলতা। ডিজিটাল প্রিন্ট, স্লিম ফিট প্রাধান্য পেয়েছে এবারের পোশাকে।  

সেইলরের হেড অব ব্র্যান্ড রেজাউল কবির বলেন, সেইলর শতভাগ বাঙালিয়ানাকে পোশাকের মোটিফে তুলে ধরেছে।  

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সেইলরের প্রতিটি স্টোরে রয়েছে নির্ধারিত পণ্যে সর্বোচ্চ ৫০শতাংশ ছাড়ে কেনাকাটা করার সুযোগ।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।