ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

প্রিন্সেস থিমে বার্থ ডে পার্টি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
প্রিন্সেস থিমে বার্থ ডে পার্টি  বার্থ ডে পার্টি

আপনার সন্তানের বার্থ ডে পার্টি প্রিন্সেসের থিমে করতে চান? জন্মদিনের স্টেজ ডেকোরেশন, টেবিল ডেকোরেশন, চকলেট কর্নার, গিফট্ কর্নার, কেক, ভেন্যু ডেকোরশেন এমনকি শিশুর ড্রেসআপ থেকে শুরু করে সবকিছুতে প্রিন্সেস আবহ থাকবে। 

ঠিক এমনই পার্টির আয়োজন করে দেবে পার্টি প্ল্যানার কোম্পানি বার্থ ডে পার্টি প্ল্যানার বিডি।  

এখানে ব্যবস্থাপনা পরিচালক চন্দ্র নাথ মজুমদার এবং কল্যানী দেব নাথ ক্রিয়েটিভ আইডিয়া থেকে তৈরি করেছেন স্বপ্নের প্রতিষ্ঠান।

 

নববর্ষ উপলক্ষে বার্থ ডে পার্টি প্ল্যানার বিডি-তে চলছে “ঝড়ো বৈশাখের ৭ দিন” অফার। ১৬ তারিখে শুরু হওয়া অফারটি চলবে ২২ এপ্রিল পযর্ন্ত। অফারে– অভিজাত রেঁস্তোরা গুলশানের পিকাসো এবং ধানমন্ডির আরাজে ভেন্যু, ফুড, থিম বেজ্ ডেকোরেশন, কেক, ফটোগ্রাফিসহ প্যাকেজ দিচ্ছে ৭৭৯৯৯ টাকায়।  

যোগাযোগ: ৪/৩, ব্লক# এ, লালমাটিয়া, ঢাকা ০১৭৬৩০১০০০ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।