ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ানে সামার কার্নিভাল 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
লা মেরিডিয়ানে সামার কার্নিভাল  লা মেরিডিয়ানে সামার কার্নিভাল 

এবারের সাপ্তাহিক ছুটির দিনে শিশু এবং তাদের পরিবারের জন্য সামার কার্নিভালের আয়োজন করে লা মেরিডিয়ান ঢাকা।

বিশ্বজুড়ে লা মেরিডিয়ান ব্র্যান্ডের ফ্যামিলি প্রোগ্রাম এর অংশ হিসেবে লা মেরিডিয়ান ঢাকা ‘এল এম ফ্যামিলি সামার সয়ারি’ শিরোনামে হোটেলের স্কাইলাইন ইনফিনিটি পুলসাইডে এই কার্নিভালের আয়োজন করে। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এই কার্নিভাল।

আয়োজনে শিশু এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ আকর্ষণ ছিল চারটি এনিমেটেড মুভি বিএফজি, জুটোপিয়া, কুবো এবং টু স্ট্রিংস এর প্রদর্শনী। এছাড়াও পাপেট শো, ম্যাজিক শো শিশুদের আনন্দে মাতিয়ে রাখে।  

বারো বছরের কম বয়সীদের জন্য ইক্লেয়ার আর্ট টিউটোরিয়াল, পাস্তা তৈরি প্রশিক্ষণ, কমিউনিটি আর্ট প্রজেক্ট এবং টি পার্টিরও আয়োজনের প্রশংসা করেন অভিভাবকরা।  

এই কার্নিভালে প্রবেশ ছিল উন্মুক্ত। শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজনটি নিয়মিত করতে চায় লা মেরিডিয়ান ঢাকার কর্তৃপক্ষ।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।