ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় লবস্টার ফেস্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
লা মেরিডিয়ান ঢাকায় লবস্টার ফেস্ট লা মেরিডিয়ান ঢাকায় লবস্টার ফেস্ট

যারা ভিন্ন স্বাদের খাবারের খোঁজে থাকেন, তাদের জন্য ইতালীয় স্বাদের সামুদ্রিক খাবার নিয়ে দ্বিতীয়বারের মতো লবস্টার ভোজ উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা।

০১ ০৬ মে পর্যন্ত হোটেলটির ফ্যাভোলা রেস্টুরেন্টে এই উৎসব চলবে।  

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অফার উপভোগ করতে পারবেন ভোজনবিলাসীরা।

অতিথিদের ঐতিহ্যবাহী দেশি বিদেশি খাবারের স্বাদ নেয়ার সুযোগ তৈরি করে দেয়ার যে লক্ষ্য লা মেরিডিয়ান ঢাকার রয়েছে, এটা তারই অংশ।  

ইতালিয়ান শেফের তৈরি এ খাবারে সামুদ্রিক খাবারের অনন্য স্বাদ নিতে পারবেন অতিথিরা। উৎসব চলাকালে নির্ধারিত সেট মেন্যু (চারটি কোর্স) এর খরচ পড়বে জনপ্রতি ৮,২০০++ টাকা, সাথে থাকবে কমপ্লিমেন্টারি ড্রিকংস।  

এছাড়া বিভিন্ন ব্যাংক ও টেলিকম কোম্পানির গ্রাহকদের জন্য নির্ধারিত বিশেষ ছাড়ের অফার উপভোগ করতে পারবেন লা মেরিডিয়ান ঢাকার অতিথিরা।  

আরো জানতে কিংবা টেবিল বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন +৮৮০১৯৯০৯০০৯০০ অথবা +৮৮০১৭৬৬৬৬৭৩৪৪৩ এই নম্বরে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।