ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সাভারে গ্রামীণ ইউনিক্লোর যাত্রা শুরু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মে ৩, ২০১৭
সাভারে গ্রামীণ ইউনিক্লোর যাত্রা শুরু সাভারে গ্রামীণ ইউনিক্লোর যাত্রা শুরু

সম্প্রতি সিটি সেন্টারের তৃতীয় তলায় গ্রামীণ ইউনিক্লোর ১৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। 

নতুন আউটলেটের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, সাভার সিটি সেন্টার মার্কেট কমিটির সাধারণ সম্পাদকসহ কোম্পানির কর্মকর্তারা।

 

এখানে পাওয়া যাচ্ছে মেয়েদের কামিজ, পালাজ্জো, টাইস এবং ছেলেদের জন্য ফরমাল ও ক্যাজুয়াল শার্ট-প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট।  

নতুন আউটলেট উদ্বোধন করে তাহসান খান বলেন,  গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ন্যায্য মূল্যে পোশাক সরবারহের মাধ্যমে দ্রুতগতিতে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আউটলেটর যাত্রা শুরু করেছে।  

সামাজিক ব্যবসায় উদ্যোগ আরো প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।