ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গিফট ভাউচার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
গিফট ভাউচার গিফট ভাউচার

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে আমাদের জীবন। আর এ জীবন ঘিরেই রয়েছে নানা সামাজিক ও পারিবারিক আয়োজন। জন্মদিন, বিয়ে, বৌভাত, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই যেতে হয় আমাদের। 

এক্ষেত্রে উপহার দেয়ার প্রসঙ্গটি চলেই আসে। কিন্তু কি উপহার দেয়া যায়, কোথায় থেকে দেয়া যায় বা কীভাবে দেয়া যায় এগুলো নিয়েও ভাবতে হয়।

তাই কর্মব্যস্ত জীবনে উপহার দেয়ার বিষয়টিকে আরো সহজ করতে গিফট ভাউচার যোগ করেছে এক নতুন মাত্রা।  

গিফট ভাউচার এমন এক উপহার যার মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে উপহার কার্ডটির মাধ্যমে ক্রেতা তার পছন্দ ও  প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা নিতে পারেন।  

আমাদের দেশে আড়ং, রঙ বাংলাদেশ, ইনফিনিটি ও লা রিভসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০০ থেকে পাঁচ হাজার টাকার গিফট ভাউচার রয়েছে। নগদ টাকা দিয়ে পণ্য কেনার একটি বিকল্প মাধ্যম হিসেবে দিন দিন গিফট ভাউচার জনপ্রিয় হচ্ছে।  

উপহার কেনার সময় ম্যানেজ করাও এই ব্যস্ত জীবনে বেশ কঠিন হয়ে যায়। তাই কিছু বিভিন্ন পরিমাণ টাকার গিফট ভাউচার কিনে রাখতে পারেন। প্রয়োজন মতো বেশ কাজে দেবে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।