ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

তারকা হোটেলে রমজানের আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
তারকা হোটেলে রমজানের আয়োজন রমজানের আয়োজন

পবিত্র রমজান মাস চলে এলো, প্রতি বছরের মতো এবারও সবগুলো তারকা হোটেল ভোজন বিলাসীদের জন্য আয়োজন করছে রকমারী ইফতার ও সেহরি। 

লা মেরিডিয়ান ঢাকায় 
খেজুর, টাটকা ফলের জুস, স্পেশাল স্যুপ, নানা রকম সালাদ, পাকোড়া, স্প্রিং রোল, চিকেন রোল, খাসির হালিম, শিক কাবাব, জালি কাবাব, বঁটি কাবাব, রেশমি কাবাব, পটেটো চপ, নার্গিস কোপ্তা, ল্যাম্ব কোপ্তা, ফিশ কাটলেট, বিরিয়ানি, মিক্সসড ফ্রুট ককটেল, চিকেন উইংস, ফিশ ফিংগার, ফুসকা, চাপাতি, ফালুদা, লাচ্ছি, ছানা মাসালা, দইবড়া, ভেজিটেবল টিক্কা, হালুয়া জিলাপি, রসমালাই, শাহি জর্দা, তাজা ফলসহ শত পদের খাবার নিয়ে লা মেরিডিয়ান ঢাকা রমজান মাসে অতিথিদের হোটেলের আন্তর্জাতিক রেস্টুরেন্টগুলোতে স্বাগত জানাচ্ছে।  

এই রমজানের ইফতার এবং সেহেরিতেও ৮ টি লাইভ কিচেন এবং ১১টি বুফে প্লেস বিভিন্ন খাবারের সমারোহ নিয়ে তৈরি থাকবে।

লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে বুফে ইফতার এবং রাতের খাবারের জন্য জনপ্রতি খরচ হবে ৩,৯০০++টাকা এবং বুফে সেহেরির জন্য খরচ পড়বে জনপ্রতি ২,২০০++টাকা।  

বিভিন্ন ব্যাংক ও টেলিকম পার্টনারের গ্রাহকদের জন্য একটা কিনলে একটা ফ্রি এবং বিশেষ ছাড় উপভোগের সুযোগ রয়েছে।  

টেবিল রিজার্ভ বাবিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন +৮৮০১৯৯০৯০০৯০০, +৮৮০১৭৬৬৬৬৭৩৪৪৩ অথবা+৮৮০১৭৬৬৬৭৩৪৪৮নম্বরে।

রমজানের আয়োজন
লং বিচ স্যুটস
লং বিচ স্যুটস-এ রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ-এর তত্ত্বাবধানে তৈরি দেশীয় ঐতিহ্যবাহী ইফতার, আরবীয় সুস্বাদু মিষ্টান্ন এবং পশ্চিমা খাবারের বিশাল আয়োজন।  

রমজান মাসব্যাপী ইফতারের সঙ্গে রয়েছে ব্যুফে ডিনার এবং সেহেরির সেট মেন্যুর ব্যবস্থা।  

এনআরবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ড গ্রাহকের জন্য একটি ব্যুফের সাথে আরেকটি ব্যুফে ফ্রি।

কর্পোরেট ও সামাজিক যেকোনো অনুষ্ঠানের জন্য  লং বিচ স্যুটস
-এর রয়েছে আধুনিক ব্যাঙ্কুয়েট হল।  

যোগাযোগ: + ৮৮ ০২ ৫৫০৪৯৭১২-১৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।