ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

এবার উত্তরায় জেন্টল পার্কের ফ্ল্যাগশিপ শপ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এবার উত্তরায় জেন্টল পার্কের ফ্ল্যাগশিপ শপ জেন্টল পার্কের ফ্ল্যাগশিপ শপ

জেন্টল পার্ক সম্প্রতি উত্তরায় ঈদ প্রস্তুতি ফ্যাশন শো এবং ফায়ার ওয়ার্কস দিয়ে উদ্বোধন করে তাদের ফ্ল্যাগশিপ শপ-এর। 

মোট ৪ টি ফ্যাশন কিউতে তুলে ধরা হয় দেশি ও পাশ্চাত্য পোশাকের গর্জাস ও সামার ক্যাজুয়াল ঈদ পোশাক।

 এসময় উপস্থিত ছিলেন অভিনেতা ইমন ও অভিনেত্রী তিশা, জেন্টল পার্কের চেয়ারম্যান শাহদাৎ হোসেন চৌধুরী বাবু, ব্যবস্থাপনা পরিচালক আজিম চৌধুরী।

 

জেন্টাল পার্কের ডিজাইনার ও চেয়ারম্যান শাহদাৎ হোসেন চৌধুরী বাবু বলেন, জেন্টল পার্কে যত পোশাক তৈরি হয় তার সবগুলোতেই তারুণ্যের ছাপ থাকে। আমরা চেষ্টা করি এসময়ের তরুণদের মাঝে দেশি প্রতিষ্ঠানের পোশাক পরার প্রবণতা তৈরি করতে।  
নতুন এই ফ্ল্যাগশিপ শপে পাওয়া যাবে ছেলেদের এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পলো শার্ট ও টি শার্ট। আরো আছে জিন্স প্যান্ট, কার্গো প্যান্ট, এক্সিকিউটিভ ও ক্যাজুয়াল প্যান্ট। এছাড়াও জেন্টলপার্ক ওমেন ও জুনিয়র কো ব্র্যান্ডে রয়েছে থাকছে তরুণীদের পাশাপাশি শিশুদের জন্যও পাশ্চাত্য পোশাকের সংগ্রহ।  

বর্তমানে দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার, বগুড়াতে মোট ২৮ টি শাখা নিয়ে জেন্টল পার্ক তার রিটেইল কার্যক্রম পরিচালনা করছে।
ঠিকানা: সোনারগাঁ জনপদ রোড (মাসকাট প্লাজার থেকে একটু এগিয়ে), সেক্টর ৯, উত্তরা, ঢাকা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।