ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রাস্তার ডানদিক ধরে পথ চলুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
রাস্তার ডানদিক ধরে পথ চলুন

আমাদের পথ চলতেই হয় ফলে একটু সচেতনভাবে চলাটাই ভাল। এই সচেতনতার প্রথম ধাপ হল কিছু নিয়ম-নির্দেশনা জানা।

আর কিছুটা চলতে চলতে বুঝতে শেখা। ‘আমাদের চলার পথ প্রশস্ত নয়’ রূপক অর্থে এই জ্ঞানবাক্যটা আমরা নিশ্চয়ই বহুবার বইতে পড়েছি। কিন্তু পথে বের হলে আপনি সাক্ষাৎ এই বাক্যটির মর্মার্থ্য বুঝে যাবেন অনায়াসেই।

পথের দুইধারে যে ফুটপাত থাকার কথা, আছেও কিন্তু সেখানে আপনি বাজার সদাই করতে পারবেন। প্রয়োজনীয় এমন কিছু নাই সেখানে পাওয়া যায় না। আপনার কোন সুযোগই হবেনা সেদিক দিয়ে পথচলার সুতরাং আপনাকে হাঁটতে হবে মূল রাস্তা দিয়ে। তাই রাস্তার ডান দিক দিয়ে পথ চলুন। এতে করে আপনি আপনার পেছনের যানবাহন থেকে অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন। যেহেতু পেছনের যানবাহন আপনার উল্টা পাশ দিয়ে চলবে। আপনার সামনের যানবাহনকে যেহেতু আপনি দেখতে পাবেন তাই নিজেকে নিরাপদ রাখাটা অনেক সহজ।

অনেক অভিভাবক ডান দিকে পথ চললেও সাথের শিশুকে বাম হাতে ধরে রেখে পথ চলেন। এতে করে অভিভাবকের অখেয়ালে শিশুটি রাস্তায় অনিরাপদ অবস্থায় থাকে। এটি একদম অনুচিত। নিজেকে সচেতন করার সাথে সাথে শিশুদের মধ্যেও এই বিষয়ে সচেতনতা জাগানো প্রয়োজন। দূর্ঘটনা রোধের জন্য তাদেরকে অবশ্যই পথ চলার সঠিক নিয়ম জানানো দরকার। রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। সময় স্বল্পতার কথা এ ক্ষেত্রে চিন্তা না করাই ভাল।

শিশুরা যেহেতু বড়দের অনুকরণ করে তাই তাদের সামনে অসংলগ্ন পথচলা থেকে বিরত থাকা উচিত। তাদেরকে নিজের সংযত আচরণ শিক্ষাটাই দিন। নিরাপদে পথ চলুন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।