ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গ্রামীণ ইউনিক্লোর সঙ্গে তাহসান

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, জুন ৬, ২০১৭
গ্রামীণ ইউনিক্লোর সঙ্গে তাহসান গ্রামীণ ইউনিক্লো

এশিয়ার জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড ইউনিক্লোর বাংলাদেশি সামাজিক ব্যবসায়  ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লোর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। 

এর মাধ্যমে তিনি গ্রামীণ ইউনিক্লোর প্রচারমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন।  

এ সম্পর্কে তাহসান বলেন, একসঙ্গে কাজ করে গ্রামীণ ইউনিক্লোকে দেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে যাব।

 

তিনি আরও বলেন, শুধুমাত্র প্রমোশন কার্যক্রমেই  যুক্ত হওয়া নয়, এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে-সামাজিক ব্যবসায়ে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।

ফ্যাশন সচেতন তরুণদের জন্য সাশ্রয়ী মূল্যে পোশাক তৈরি করে বেশ পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।  

জাপানের শীর্ষ ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ নামে যাত্রা শুরু করে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে। বর্তমানে তাদের ১৩টি শোরুম রয়েছে।


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।