ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুন শাখায় আর্টিজানের যাত্রা শুরু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুন ৯, ২০১৭
নতুন শাখায় আর্টিজানের যাত্রা শুরু আর্টিজানের যাত্রা শুরু

দেশীয় ফ্যাশন জগতের পরিচিত নাম আর্টিজান আউটফিটার্স লিমিটেডের গুলশান ২ শাখার যাত্রা শুরু হলো। 

শুক্রবার (০৯ জুন) দুপুরে দশ হাজার স্কয়ারফিট জায়গা জুড়ে ১০ম শাখার উদ্বোধন করা হয়েছে। পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি ব্যাংক এর চেয়ারম্যান রুবেল আজিজ ও  আর্টিজান আউটফিটার্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মদ রাসেল, আর্টিজান আউটফিটার্স লিমিটেড  চেয়ারপারসন আনিতা গমেজ, সিওও শামীম আলম, ম্যানেজার অপারেশন্স এম. হাসান অপু ও মাহবুব মাসুদ, ব্রাঞ্চ ম্যানেজার গাজী মাহবুব রনি ১০ম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঈদের উৎসবকে রঙিন ও আনন্দমুখর করে তুলতে আর্টিজানের এ আয়োজন। নতুন এই শাখায় পাওয়া যাবে ছেলেদের এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পলো শার্ট ও টি শার্ট।  

আরও আছে জিন্স প্যান্ট, কার্গো প্যান্ট, এক্সিকিউটিভ ও ক্যাজুয়াল প্যান্ট। এছাড়া থাকছে তরুণীদের পাশাপাশি শিশুদের জন্য বর্ণিল দেশীয় ডিজাইনের পোশাকের সংগ্রহ। এক্সক্লুসিভ ঈদ কালেকশনের মধ্যে ছেলে ও মেয়েদের ফ্যাশনের অনুষঙ্গ জুয়েলারি, ব্যাগ, লেদারের স্যান্ডেলও রয়েছে।  
ঠিকানা: প্লট # ৩৮/এ, রোড # ৩৫, গুলশান -২, (ল্যাব এইড গুলশান ২ শাখার পাশে)।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।