ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মেট্রো লাইফ নিয়ে ঈদ পোশাকে এক্সট্যাসি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
মেট্রো লাইফ নিয়ে ঈদ পোশাকে এক্সট্যাসি এক্সট্যাসি

আন্তর্জাতিক ফ্যাশনধারা, কাপড়ের প্রিন্ট, ডিজাইনে নকশার বৈচিত্র্য এর মেলবন্ধনেই এবারের এক্সট্যাসির ঈদ কালেকশন। প্যাটার্ন এবং পোশাকের কাট তাই পুরোটাই তারুণ্য কেন্দ্রিক। 

এক্সট্যাসিমূলত এবারের ঈদ পোশাকে তারুণ্যের রঙিন মেট্রো লাইফের নানা অধ্যায় উঠে এসেছে। ফরমাল বা ক্যাজুয়াল লাইফস্টাইলের সাথে পরিবর্তন হয়েছে পোশাক এবং আউটলুক।

বয়স, রুচি এবং শারীরিক গঠনের ওপর নির্ভর করে তাই পোশাকে আনা হয়েছে গর্জাস আবহ।  

এক্সট্যাসির ডিজাইনার লেবেল তানজীম -এর ট্যাগ লাইনে পুরুষদের জন্য প্রিন্ট শার্ট, চিনো, কাবলী কাটের পাঞ্জাবি, পলো এবং ডেনিম থাকছে।  

তরুণীদের পোশাকেও অনুসরণ করা হয়েছে সমকালীন পাশ্চাত্য কাটের সাথে এথনিক ও ট্র্যাডিন্যাল প্যাটার্ন ও মোটিফ।  

গাউন, পার্টি ড্রেস, কর্ড সোল্ডার, টিউনিক বা লং কাটের পোশাকও ফেব্রিক বৈচিত্র্যে বেশ রঙিন এবারের ঈদ কালেকশন।  

ফ্যাশন অনুসঙ্গও থাকছে আধুনিক ও আভিজাত্যের মিশেলে তৈরি। তবে এবার ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক্সট্যাসির ঈদের নতুন ডিজাইনগুলো থাকছে বেশ মূল্য সাশ্রয়ী এবং ট্রেন্ডি।  

এক্সট্যাসি প্রিভিলেজ গোল্ডকার্ডে থাকছে ২০শতাংশ ছাড়ে ঈদ শপিং-এর সুযোগও।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।