ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বয়স থাকুক হাতের মুঠোয়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বয়স থাকুক হাতের মুঠোয় বয়স থাকুক হাতের মুঠোয়

তূর্ণার বয়স ৪০ ছুঁই ছুঁই ‍অথচ দেখে বোঝার উপায় নেই। মনে হবে, বেশি হলে ২৬। তার এই তারুণ্য ধরে রাখার পেছনের গল্পটা জানতে ইচ্ছা করছে? 

আর কিছুই নয়, সামান্য যত্ন, পরিচ্ছন্নতা আর নিয়মানুবর্তিতা। নিয়মিত ত্বকের যত্ন নিলেই আমরা দীর্ঘ দিন ত্বকের বয়স ধরে রাখতে পারবো নিজের ইচ্ছে মতো।

এজন্য হাত দুটিকেই কাজে লাগাতে হবে। তবেই না বয়স ধরা থাকবে হাতের মুঠোয়।  

লক্ষণ: 
ত্বক বয়স্ক দেখানোর প্রধান লক্ষণ হচ্ছে এজ স্পট বা তিল। এগুলো প্রথমে হালকা থাকে এরপর যত্ন না নিলে গাঢ় রং ধারণ করে। ‘শুষ্কতা’ হচ্ছে আরেকটি লক্ষণ। ঠোঁট শুকিয়ে তাতে লাইন পড়ে যাওয়া আর ধীরে ধীরে কালো হয়ে যাওয়াও বুড়িয়ে যাবার আরেকটি লক্ষণ।

যা করতে হবে: 

ত্বক পরিষ্কারে সাবান নয় 
ত্বক পরিষ্কার করতে সোপ ফ্রি ফেস ওয়াশ ব্যবহার করবেন। সাবান আমাদের ত্বকের স্বাভাবিক দীপ্তি অনেকটাই কমিয়ে, ত্বক শুষ্ক করে দেয়।  


মুখের ত্বকের মতোই
অনেকেই মনে করেন কেবল মুখের ত্বকের যত্ন মানেই ত্বকের যত্ন। আসলে আমাদের পুরো শরীরেরই যত্ন নিতে হবে। বিশেষ করে যখন বাইরে যাই, তখন ঘাড়, গলা, হাত –পায়ের খোলা অংশে মুখের মতোই সূর্যের আলোর প্রভাব পড়ে, সেই সঙ্গে ময়লাও জমে। নিয়মিত পরিষ্কার করতে হবে এগুলোও।  

দিনে
দিনের বেলায় বাইরে গেলে বা রান্না করার সময় অবশ্যই এসপিএফ ৪০+ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।  

রাতে
রাতে ক্লিনজিং-টোনিং এর পর অবশ্যই প্রয়োজন বুঝে ভালো সিরাম বা নাইট ক্রিম ব্যবহার করতে ভুলবেন না।

সপ্তাহে দুই দিন ঘরে ময়দা, গুঁড়া দুধ আর মধুর প্যাক লাগান। মাসে একবার পালার্রে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর-মেনিকওর করুন।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।