ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গ্রামীণ ইউনিক্লো’র ঈদ কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
গ্রামীণ ইউনিক্লো’র ঈদ কালেকশন গ্রামীণ ইউনিক্লো

উৎসব উদযাপনে নতুন পোশাক সবসময় আনন্দের মাত্রাকে কয়েকগুন বাড়িয়ে দেয়। 

উৎসবের আনন্দকে নতুন মাত্রা দিয়ে, উৎসবকে আরও আলোকিত করতে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে সবার জন্য ঈদ কালেকশন।  


ঈদ কালেকশনে রয়েছে শার্ট, টি- শাট, পোলো- শাট, জিনস-প্যান্ট, চিনো- প্যান্টস ও মেয়েদের অনেক ডিজাইনের কামিজ ও ক্যাজুয়াল শার্র্ট।

এছাড়াও আছে ছেলেদের বক্সার-ব্রিফ, ট্যাংক-টপ ও মেয়েদের পালাজ্জো, লেগিংস, ওমেন পেন্সিলপ্যান্ট। আরামদায়ক ও ট্রেন্ডি এসব পোশাক মিলবে সাশ্রয়ী মূল্যে।

বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টনসহ সারাদেশে গ্রামীণ ইউনিক্লো এর বর্তমানে ১৩ টি শাখা রয়েছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।