ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

টি-শার্টে স্বস্তির ঈদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
টি-শার্টে স্বস্তির ঈদ টি-শার্টে ঈদ

বেশ গরম থাকছে ঈদের দিনে। সেই সঙ্গে যেকোনো সময় হতে পারে বৃষ্টিও।

ঈদুল আজহায় ছেলেদেরও দিনের একটি বড় ‍অংশ কেটে যায়, ‍মাংস কাটা-আত্মীয়দের বাসায় পৌঁছে দেয়া-ঘরের কাজে সাহয্য করে।  

এসময় চাই আরামদায়ক পোশাক।

আর ছেলেদের জন্য সব চেয়ে আরামের পোশাক হচ্ছে টি শার্ট।  

ঈদে তারুণ্যের ফ্যাশন হাউস টেক্স স্টাইল নিয়ে এসেছে ওয়েস্টার্ন থিমের সব টি-শার্ট। এসবের মধ্যে রয়েছে জনপ্রিয় সব কার্টুন চরিত্র, সুপার হিরো, কোট বা টেক্স থিম ভিত্তিক টি শার্ট ইত্যাদি।  

টেক্সস্টাইলের জনপ্রিয় ডিজাইনগুলোর মধ্যে সুপারম্যান, অ্যাভেঞ্জার, চে, হাল্ক, সিম্পসন, আয়রনম্যান, সিভিল ওয়্যার।  
সাধ্যের মধ্যে টিশার্টগুলো পেতে যোগাযোগ: টেক্স স্টাইল, ১২২৬ পূর্ব মনিপুর (তৃতীয় তলা), মিরপুর-২, ঢাকা-১২১৬। মোবা: ০১৭১৭৬২৬৫১৬।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।