ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গ্রামীণ ইউনিক্লোর নতুন কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
গ্রামীণ ইউনিক্লোর নতুন কালেকশন .

পোশাকই ফুটিয়ে তোলে একজন মানুষের ব্যক্তিত্বকে। আরামদায়ক ও স্টাইলিশ পোশাক আত্মবিশ্বাস ও কাজের গতি বাড়িয়ে দিতে সাহায্য করে। গ্রামীণ ইউনিক্লো আরামদায়ক পোশাকের সাথে স্টাইলকে মাথায় রেখে নিয়ে এসেছে নতুন কালেকশন।

ছেলেদের জন্য রয়েছে ড্রাই ইজি কেয়ার শার্ট যা ঘামে দ্রুত শুকিয়ে যায় এবং ধোয়ার পরে দ্রুত ও সহজে আয়রন করা যায়। রয়েছে ড্রাই পোলো শার্ট যা ক্যাজুয়াল পরিবেশে ব্যবহার করতে পারেন।

ছেলেদের ড্রাই ইজি কেয়ার শার্ট পাওয়া যাবে-১৮৯০ টাকায় এবং ড্রাই পোলো শার্ট ৯৯০ টাকায়। এছাড়াও বিভিন্ন প্যান্ট ১৫৯০ থেকে ১৬৯০ টাকার মধ্যে পাওয়া যাবে।

মেয়েদের জন্যে এখানে রয়েছে বিভিন্ন ক্যাজুয়াল কালেকশন ও আরামদায়ক কামিজ। মেয়েদের ড্রেসগুলো ১১৯০ থেকে ১২৯০ টাকা।
নতুন এ কালেকশনগুলো যাওয়া যাবে গ্রামীণ ইউনিক্লোর ১৩ টি শাখায়।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।