ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

এবার টার্কিশ কালিনারি উইক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
এবার টার্কিশ কালিনারি উইক .

বৈচিত্র্যময় মহাদেশীয় খাবারের অনন্য সমারোহ নিয়ে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে ‘টার্কিশ কালিনারি উইক’। 

ভোজনরসিকদের রসনাতৃপ্তিতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজিত প্রায় দু’ সপ্তাহব্যাপী এই আয়োজনটি হোটেলটির ১৭ তলায় ‘ওলেয়া’ অ্যারাবিয়ান রেস্টুরেন্টে ৩০ থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে।  


এই আয়োজনে থাকছে জিভে জল আনা খাটি তুর্কি খাবারের বুফে।

আর বাংলাদেশের ভোজনরসিকদের তুরস্কের খাবারের স্বাদ দিতে ঢাকায় এসেছেন লা মেরিডিয়ান ইস্তানবুল’র শেফ সাইফি সাকমান ও উমিত আয়মেলেক। রন্ধনশালায় তারাই এ সুস্বাদু খাবারগুলো তৈরি করেছেন।  

ঢাকার খাদ্যরসিকরা এই লোভনীয় খাদ্যসম্ভারে জনপ্রতি খরচ করতে হবে ৪,০০০ ++।  

যোগাযোগ করুন: +৮৮ ০১৯৯০ ৯০০৯০০ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।