ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

একটু ওজন বাড়াতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
একটু ওজন বাড়াতে .

আমরা সবাই শুধু  ওজন কমাতে চাই, এটাই ভাবেন? এর বাইরেও কিন্তু অনেকে আছেন, যারা একটু ওজন বাড়াতে কত কি-না করেন। 

মেদ ঝরানো নিয়ে গবেষক, চিকি‍ৎসক, পুষ্টিবিদ, হেলথ সেন্টারগুলো সার্বক্ষণিক নানা টিপস দিয়ে থাকেন। তবে বেশি শুকনা মানুষ কীভাবে একটু ওজন বাড়াতে পারে, সেই উপায় কোথাও বলা হয় না।

আজ রাজিন, কথা, বিপাশাদের জন্য টিপস, এরা প্রত্যেকেই চান আরেকটু ওজন বাড়াতে।   

যা করবেন: 
•    শুধু ক্ষুধা লাগলেই খেতে হবে। কখনই জোর করে বা ক্ষুধা না লাগলে খাওয়া উচিত নয়। পেট ভরে না খেয়ে শতকরা ২০ ভাগ খালি রেখে খাওয়া শেষ করতে হবে। এতে হজম শক্তি বাড়বে।

•    যারা একসঙ্গে বেশি খেতে পারেন না, তারা সেই খাবারটি ছোট ছোট ভাগে ৫-৬ বারে খেতে পারেন।   

•    বাটার, পনির, ফুল ক্রিম দুধ, পুডিং, পায়েস, কাস্টার্ড, আইস ক্রিম খেতে পারেন। খাবারে প্রচুর শাক-সবজি, ফল, ভাত, মুরগি ও ডিম রাখুন।

•    এতো খেতে বলা হচ্ছে মানে কিন্তু এই নয়, যে নিয়মিত ফাস্টফুড খাবেন। জাংক ফুড এড়িয়ে চলুন।  

•    যে সব খাদ্যে চর্বি কাটে, সেসব খাবার না খেলেই ভালো। যেমন, শসা-টকদই।  

•    রাতে ঘুমানোর ঠিক আগে খাওয়া এড়িয়ে চলতে হবে।

•    খাওয়ার সময় খুব ধীরে ও শান্তভাবে খাওয়া শেষ করুন।  

•    প্রচুর পানি পান করুন।  

•    নিয়মিত হাঁটুন ও অন্যান্য ব্যায়াম করুন। এতে খাবার হজম হবে এবং ক্ষুধাও বাড়বে।  

মন ভালো তো সব ভালো, চেষ্টা করুন সব সময় হাসি-খুশি থাকতে। আর শারীরিক গড়ন যেমনই হোক নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন, নিজের যত্ন নিন, ভালো থাকুন।  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।