ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শীতেও গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
শীতেও গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি ঠোঁটের কোমলতা ধরে রাখতে আজ থেকেই যত্ন নিতে হবে। (ফাইল ফটো)

অগ্রহায়ণের ঠাণ্ডা বাতাস জানান দিচ্ছে শীত আসছে। প্রকৃতিতে শীতের ছোঁয়ায় গাছের পাতাগুলো আর্দ্রতা হারিয়ে সবুজ থেকে হলুদ হতে শুরু করেছে। 

এখন থেকেই আমাদের ত্বকও আর্দ্রতা হারাতে শুরু করেছে। আর এসময়ে আমরা সবচেয়ে বিপত্তিতে থাকি ঠোঁট নিয়ে।

 

শীতে ঠোঁট শুষ্ক হয়ে যায়। যার ফলে ঠোঁট ফাটে, চামড়া উঠে অনেকের রক্তও বের হয়।  

পুরো শীতে গোলাপের পাপড়ির মতো ঠোঁটের কোমলতা ধরে রাখতে আজ থেকেই আমাদের যত্ন নিতে হবে।  

যা করতে হবে 
•    ঠোঁট মসৃণ করতে দুধের সর, মধু ও চিনি দিয়ে প্রতিদিন মাত্র দুই মিনিট ম্যাসাজ করুন। পাবেন চমৎকার ফল।

•    গোলাপি ঠোঁটের জন্য গোলাপ ফুলের পাপড়ি চটকে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন, পাঁচ মিনিট পর ধুয়ে নিন।  

•    আমাদের শরীর আর্দ্র থাকলে ঠোঁটও শুষ্ক হবে না। এজন্য প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন।  

•    অলিভ বা আমন্ড অয়েল ঠোঁটে মেখে রাতে ঘুমাতে যান।  

•    ঠোঁট শুষ্ক লাগলে কখনোই জিভ দিয়ে ভেজাবেন না, সঙ্গে লিপবাম ‍রাখুন। কয়েকঘণ্টা পরপর লাগিয়ে নিন।  

•    শীতের সময় অবশ্যই ম্যাট নয়, ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করুন।  

প্রতিদিন ঠোঁটের একুট যত্ন নিন, আর মিষ্টি হেসে শীতকে স্বাগত জানান।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।