ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শীতে উষ্ণতায় উলের সোয়েটার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
শীতে উষ্ণতায় উলের সোয়েটার উলের সোয়েটার

কর্মচঞ্চল ও স্বাচ্ছন্দে সময় কাটাতে প্রয়োজন আরামদায়ক শীতের পোশাক। শীতকালে প্রতিটি মূহুর্তকে উষ্ণ রাখতে বিভিন্ন ডিজাইনের ও রং-এর শীতের পোশাকের কালেকশন নিয়ে এসেছে জাপানের পোশাকের ব্র্যান্ড ইউনিক্লোর বাংলাদেশি সামাজিক ব্যবসায় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো।

শীতের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে ভেস্ট, সোয়েটার, কার্ডিগান, হুডি, ব্লেজার এবং জ্যাকেট যা যেকোনো পরিবেশে মানানসই।  উলের সোয়েটার

মেয়েদের জন্য লেটেস্ট ডিজাইনের কালারফুল কার্ডিগান।

প্রতিটি পোশাকই পাচ্ছেন সাশ্রয়ী দামে। মেয়েদের কার্ডিগান ৯৯০টাকায় ছেলেদের ভেস্ট মাত্র ৭৯০, সোয়েটার ৯৯০, কার্ডিগ্যান ১০৯০, হুডি ১২৯০, জ্যাকেট ও ব্লেজার ২৯৯০টাকায়।  

শীতের পোশাকের সঙ্গে মানানসই ছেলেদের প্যান্ট ও মেয়েদের লেগিংস, পেন্সিল প্যান্ট এবং পালাজ্জো।

বসুন্ধরাসিটি, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, গুলশান বাড্ডা লিংক রোড, মোহাম্মদপুর রিং রোড, মিরপুর ১, নয়াপল্টন, খিলগাও তালতলা ও যমুনা ফিউচার পার্কে গ্রামীণ ইউনিক্লোর শোরুম রয়েছে।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।