ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শাল ছাড়া শীত যায়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
শাল ছাড়া শীত যায়! শীতে শাল

শীতের পোশাকে মূল আকর্ষণ হলো শাল। এসময় সবারই চাই অন্তত একটি শাল। কারণ শালে উষ্ণতার সঙ্গে আরও জড়িয়ে থাকে অনেক ভালোবাসা, আদর, সম্মান আর অনেক অনেক অমূল্য স্মৃতি। 

শীতে শালসেই প্রিয় শালটি যদি হয় কোনো প্রিয় মানুষের উপহারের, তবে তো এক জীবন পার করে পরের প্রজন্মও পরম যত্নে শালটির ভাঁজ ভেঙে দেখে।  

দেশি ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে বিভিন্ন রঙের শাল।

ফুল আর ঝরা পাতার থিমে সাজানো নকশায় নান্দনিক এই শালগুলোর অলংকরণ করা হয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লক ও চুমকী ব্যবহার করে।  

বিখ্যাত কুমিল্লার খাদি, পশমি ও সুতি কাপড় দিয়ে তৈরি হয়েছে শাল।

সব ফ্যাশন হাউস ছাড়াও রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের অনেক হাউসেই পেয়ে যাবেন পছন্দের শাল।  

দাম ৪০০ টাকা থেকে শুরু।  

ছবি: রঙ বাংলাদেশ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।