ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অতিরিক্ত সম্পদ বাড়ায় স্বার্থপরতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
অতিরিক্ত সম্পদ বাড়ায় স্বার্থপরতা ডলার

ধনী হতে শুরু করলে মানুষ আত্মকেন্দ্রিক  ও স্বার্থপর হয়ে ওঠে, এমনটাই বলছে নতুন একটি গবেষণা। মানুষ কীভাবে সুখ অনুভব করে তা দেখতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫১৯ জন লোকের ওপর জরিপ চালান।

জরিপে বিশ্লেষকরা দেখেন, সারা বিশ্বের সমস্ত ধনীরা কেবল নিজের আবেগের বেলাতেই ইতিবাচক থাকেন। অন্যদিকে যারা নিম্ন আয়ের মানুষ তারা ভালোবাসা ও সমবেদনায় অন্যদের মাঝে সুখ খুঁজে পান।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রধান গবেষক পল পিফ বলেন, নিম্ন আয়ের ব্যক্তিরা তুলনামূলক কম অনুকূল পরিস্থিতিতে থাকা সত্ত্বেও তারা জীবনের অর্থ, আনন্দ ও সুখ খুঁজে নেন।

তিনি আরও বলেন, সম্পদ আপনাকে সুখের নিশ্চয়তা দেয় না কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন করতে পারে।

গবেষণাটি আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন প্রকাশ করেছে। গেবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘ইমোশন’ জার্নালে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এমএসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।