ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নারিকেল তেলের যত গুণ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
নারিকেল তেলের যত গুণ নারিকেল তেল

কেশের যত্ন ও রূপচর্চায় বাঙালি নারীদের অন্যতম প্রিয় উপাদান নারিকেল তেল। এটির গুণাগুণের কোনো শেষ নেই। সম্প্রতি কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে, নারিকেল তেল মুখের ব্রণ সারাতে কার্যকরী ভূমিকা পালন করে।

নারিকেল তেলের তেমনই কিছু গুনাগুণ-

ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে লড়ে
নারিকেল তেল বিভিন্ন রকম ফ্যাটি এসিডে পরিপূর্ণ। যেমন- লরিক এসিড, মিরিস্টিক এসিড, ক্যাপ্রিক এসিড, ক্যাপ্রিলিক এসিড ইত্যাদি।

এ এসিডগুলোই তেলে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ সঞ্চার করে এবং ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন
আধা কাপ নারিকেল তেল, এক টেবল-চামচ মধু, এক টেবিল-চামচ টক দই, আধা চা-চামচ হলুদ গুঁড়ো এবং কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে এ মিশ্রণ প্রতিদিন মুখে লাগান। মধু এবং হলুদ গুড়োর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং টক দইয়ের ল্যাকটিক এসিড ত্বকের মৃত কোষ ঝেড়ে ফেলে।

প্রদাহ কমায়
নারিকেল তেলে উপস্থিত লরিক এসিড এবং ক্যাপ্রিক এসিড ত্বকের লালচে ভাব এবং ব্রণের প্রদাহ কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি কোলাজেন প্রস্তুত করে ত্বককে সুস্থ ও স্বাভাবিক রাখে।

যেভাবে ব্যবহার করবেন
এক কাপ নারিকেল তেল, এক টেবিল-চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল-চামচ লেবুর রস মিশিয়ে একদিন পর পর মুখে লাগান।  

কোমল ও মোলায়েম রাখে
নারিকেল তেলের মূল কাজই হলো ত্বককে কোমল ও মোলায়েম রাখা। কয়েক ফোঁটা তেল নিয়ে একদম আলতোভাবে মুখের ত্বকে ম্যাসাজ করুন। এভাবে কিছুদিন করলে নিজেই ত্বকের পরিবর্তন আঁচ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
বিএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।