ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বড়দিনের পার্টি মেকআপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বড়দিনের পার্টি মেকআপ সংগৃহীত ছবি

বিশ্ব মেতেছে বড়দিন উদযাপনে। রঙিন সাজে ঝলমল করছে গির্জা, ঘরবাড়িসহ চারপাশ। অনেকেই দিনটি উপলক্ষে পার্টির আয়োজন করেছেন। ত্বকের যত্ন ও সঠিক মেকআপ বড়দিনের পার্টিতে আপনাকে বন্ধুদের মধ্যে আকর্ষণীয় করে তুলবে। শীতের শুষ্কতা ছাপিয়ে এই বড়দিনে আপনার সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে দেখে নিন মেকআপ টিপস।

*শুরুতে প্যারাবিন (সংরক্ষণের জন্য ব্যবহৃত ক্যামিকেল) ফ্রি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

*মেকআপের আগে ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

 

*ময়েশ্চারাইজারের পরে এবং বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে ত্বকের ধরন বুঝে প্রাকৃতিক সানস্ক্রিন ব্যবহার করুন।

*মেকআপের ভালো বেস তৈরির জন্য ম্যাট প্রাইমার ব্যবহার করুন।

*নিখুঁত ত্বক পেতে কনসিলার ব্যবহার করুন। ব্রাশ অথবা স্পঞ্জ দিয়ে ম্যাট ফাউন্ডেশন করুন। ফাউন্ডেশনটি ভালোমতো বসতে দিন। চেহারায় আকর্ষণীয় ভাব ফুটিয়ে তুলতে একটি হালকা, আরেকটি গাঢ় শেড ব্যবহার করুন।  

*মেকআপ ব্রাশ দিয়ে গালে গোলাপি আভা ফুটিয়ে তুলুন। ব্রনজিং পাউডার ব্যবহার করলে আপনার অবয়ব আরও দারুণ হয়ে উঠবে।  

*পাখার ব্রাশ ত্বকে ঝলমলে ওয়েভ তৈরিতে ভালো কাজ করে।

*দীর্ঘক্ষণ আইশ্যাডো ঠিক রাখতে আগে ম্যাট আই বেস তৈরি করুন। চোখের নিচে কনসিলর দিয়ে চোখের পাতায় পছন্দমত রঙ আঁকুন। চোখের পাতা উজ্জ্বল দেখাতে ব্লেন্ডার ব্রাশ দিয়ে হালকা শেড করে নিন।  

*ভ্রু’র জন্য সিমার ওয়েভ ব্যবহার করে শেড হাইলাইট করুন।

*কালো জেল পেন আইলাইনার ব্যবহার করুন। মাশকারা ব্যবহার করতে পারেন।  

*লিপস্টিক লাগানোর আগে ঠোঁট মসৃণ করতে মড়া চামড়া তুলে ফেলুন। ঠোঁটে লিপ প্রাইমার লাগান। লিপস্টিক ব্রাশের সাহায্যে লিপ ডিফাইনার ও লিপ শাইন ব্যবহার করুন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এমএসএ/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।