ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আজ সারাদিন: ঢাকা ও চট্টগ্রাম

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১

ঢাকা:
সেন্টার ফর পলিসি ডায়ালগ : দক্ষিণ এশিয়া ইকনোমিক সামিট বিষয়ে ব্রিফিং, বিকেল সাড়ে ৩টায়, সিপিডি অফিস, ধানমন্ডিতে।
ললিতকলা একাডেমী : গুণীজন সংবর্ধনা, সন্ধ্যা ৬টায়, জাতীয় শিল্পকলা একাডেমী, স্থান- সেগুন বাগিচা।



চট্টগ্রাম:
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট: জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং উচ্চতর শিক্ষায় প্রথম শ্রেণী পাওয়া মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা বিকেল ৩ টায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে। এতে প্রধান অতিথি থাকবেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড: নগরীর ৩০ মেহেদিবাগে রাত ৮ টায় ইকুইটি সন্তেরার হস্তান্তর অনুষ্ঠান। এতে ৪৪টি অ্যাপার্টমেন্ট গ্রাহকের কাছে হস্তান্তর করা হবে।

বিশদবাঙলা: স্বরচিত গল্পপাঠের আসর সন্ধ্যা ৭ টায় মেহেদিবাগের বিশদবাঙলার পরম্পরা কক্ষে।

বাংলাদেশ স্কাউট: সংবর্ধনা ও মতবিনিময় সভা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে তিনটায়।

মহানগর ক্রীড়া সংস্থা: এলিট পেইন্ট সিরাজ কিশোর ফুটবল লিগের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ দামপাড়া পুলিশ লাইন মাঠে বিকেল তিনটায়।

সেন্ট মেরিস স্কুল: দুদিনব্যাপী সাস্কংতিক অনুষ্ঠান ও রজতজয়ন্তী সন্ধ্যা ছয়টায় জামালখানের স্কুল মিলনায়তনে।

রাউজান বিমলান্দ বিহার: দিনব্যাপী কঠিন চীরর দান উৎসব ও ধর্মসভা বিহার প্রাঙ্গণে।

তির্যক নাট্যগোষ্ঠী: ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নগরীর এম এম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাতটায়।

আজ সারাদিন: ঢাকা ও চট্টগ্রাম
২০.১০.২০১১

লাইফস্টাইল ডেস্ক

ঢাকা:
 সেন্টার ফর পলিসি ডায়ালগ : দক্ষিণ এশিয়া ইকনোমিক সামিট বিষয়ে ব্রিফিং, বিকেল সাড়ে ৩টায়, সিপিডি অফিস, ধানমন্ডিতে।
ললিতকলা একাডেমী : গুণীজন সংবর্ধনা, সন্ধ্যা ৬টায়, জাতীয় শিল্পকলা একাডেমী, স্থান- সেগুন বাগিচা।

চট্টগ্রাম:
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট: জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং উচ্চতর শিক্ষায় প্রথম শ্রেণী পাওয়া মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা বিকেল ৩ টায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে। এতে প্রধান অতিথি থাকবেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড: নগরীর ৩০ মেহেদিবাগে রাত ৮ টায় ইকুইটি সন্তেরার হস্তান্তর অনুষ্ঠান। এতে ৪৪টি অ্যাপার্টমেন্ট গ্রাহকের কাছে হস্তান্তর করা হবে।

বিশদবাঙলা: স্বরচিত গল্পপাঠের আসর সন্ধ্যা ৭ টায় মেহেদিবাগের বিশদবাঙলার পরম্পরা কক্ষে।

বাংলাদেশ স্কাউট: সংবর্ধনা ও মতবিনিময় সভা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে তিনটায়।

মহানগর ক্রীড়া সংস্থা: এলিট পেইন্ট সিরাজ কিশোর ফুটবল লিগের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ দামপাড়া পুলিশ লাইন মাঠে বিকেল তিনটায়।

সেন্ট মেরিস স্কুল: দুদিনব্যাপী সা্স্কংৃতিক অনুষ্ঠান ও রজতজয়ন্তী সন্ধ্যা ছয়টায় জামালখানের স্কুল মিলনায়তনে।

রাউজান বিমলান্দ বিহার: দিনব্যাপী কঠিন চীরর দান উৎসব ও ধর্মসভা বিহার প্রাঙ্গণে।

তির্যক নাট্যগোষ্ঠী: ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নগরীর এম এম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাতটায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।