ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মোবাইল ব্যাংকিং নিরাপদ রাখতে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
মোবাইল ব্যাংকিং নিরাপদ রাখতে  মোবাইল ব্যাংকিং

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল মাধ্যম-মোবাইল ব্যাংকিং। বিভিন্ন বিল দেয়া,  শপিং করা সব কিছুই এখন আমরা ক্যাশ টাকার পরিবর্তে মোবাইলের ‍মাধ্যমেই করে থাকি। 

মোবাইল ব্যাংকিং-এর ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠানগুলোও নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকে। বেশ কিছু সুবিধা পাওয়া গেলেও এটি ব্যবহারে সতর্কতা প্রয়োজন।

যেমন:  

•    ব্যাংকের অফিসিয়াল অ্যাপস নিশ্চিত হয়ে ডাউনলোড করুন   
•    পিন নাম্বার নিয়মিত পরিবর্তন করুন
•    কাউকে পিন নাম্বার দেবেন না, এমন কোথাও লিখে রাখবেন না যেখানে অন্য কেউ দেখে নিতে পারে 
•    অনলাইনের কোথাও পিন নাম্বার সেভ করে রাখবেন না
•    কোনো কারণে ফোন নাম্বার পরিবর্তন করতে হলে ব্যাংকে জানান, নোটিফিকেশন নতুন নাম্বারে পাচ্ছেন তো? এটাও নিশ্চিত হতে হবে 
•    ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাংকে জানিয়ে লেনদেন বন্ধ করুন।  

নিরাপদে, নিয়ম মেনে মোবাইল ব্যাংকিং-এর ব্যবহার করে সময় বাঁচিয়ে জীবন আরও সহজ করুন।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।