ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসা দিবসের সাজ(ভিডিও) 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ভালোবাসা দিবসের সাজ(ভিডিও)  সেগুফতা আজমী ভালোবাসা দিবসের সাজে

ভালোবাসা দিবস নিয়ে সব জল্পনা-কল্পনা-পরিকল্পনা আর প্রস্তুতি নেওয়া শেষ। এবার শুধুই ভোরের অপেক্ষা। এরপরই সাজগোজ করে প্রিয় মানুষটির সঙ্গে ঘোরাঘুরি। 

দিনে বেশ গরম থাকবে তাই সকালে হালকা মেকআপ করুন। ফাউন্ডেশনের বেজ করে কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন।

গোলাপি বা ব্রাউন লিপস্টিক আর গালে হালকা ব্লাশন লাগান। চোখে হালকা রঙ এর শ্যাডো লাগিয়ে আইলাইনার দিন।

আয়রন করে চুল খুলে বা ব্যাণ্ড দিয়ে বেঁধেও রাখতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই দুল পরুন। সারাদিনের জন্য তৈরি হয়ে গেলেন। এবার পছন্দের সুগন্ধি মেখে প্রিয়জনের সঙ্গে বেরিয়ে পরুন।

রাতে ইচ্ছে মতো সাজুন। দেখে নিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও সৌন্দর্য সেবা প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ডের আয়োজনে ব্যাটল উইথ ব্রাশ’র দ্বিতীয় রানার আপ মেকআপ আর্টিস্ট সেগুফতা আজমী ভালোবাসা দিবসের সাজের টিউটোরিয়াল।  

শুধু নির্দিষ্ট দিবসেই নয়, ভালোবাসায় মুখর হোক বছরের প্রতিটি দিন।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসঅইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।