ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পোশাকে লাইলী-মজনু, রহিম-রূপবান!    

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
পোশাকে লাইলী-মজনু, রহিম-রূপবান!     পোশাকে ভালোবাসার চরিত্র-গান

ভালোবাসা দিবসেই নয়, সব সময় ভালোবাসার পোশাক প্রেমিক যুগলের কাছে পৌঁছে দিতে জনপ্রিয় ফ্যাশন হাউস সেইলরে যুক্ত হলো লাভ স্টেশন নামে নতুন টিশার্ট লাইন। 

এতে পুরানো দিনের বাংলা প্রেমের ছবির মূখ্য চরিত্রগুলোকে নিয়ে ফিউশন ক্যারেক্টার ডেভেলপ করে টি-শার্ট ডিজাইন করা হয়েছে।

লাভ স্টেশন ট্যাগ লাইনে বাংলা ছবির জনপ্রিয় ১২ জুটির চরিত্র নিয়ে এবারের টিশার্ট তৈরি করা হয়েছে।

১২ টি চরিত্রের মধ্যে রয়েছে লাইলী-মজনু, রহিম-রূপবান, সুজন-সখী, মিস লঙ্কা, ঢাকা ৮৬।


কালজয়ী বাংলা ছবির ফিউশন ক্যারেক্টারগুলোকে সমকালীন তারুণ্যের সাথে আধুনিকায়ন করেই ফুটিয়ে তোলা হয়েছে টিশার্টের রঙিন ক্যানভাস।

এ প্রসঙ্গে সেইলরের প্রধান নির্বাহী রেজাউল কবীর জানান, লাভ স্টেশন তারুণ্য নির্ভর একটি উদ্যোগ। সারা বছরই সেইলর তরুণ প্রজন্মের ফ্যাশন চাহিদানুযায়ী কাজ করে যাচ্ছে। তবে এবারই একটু বিনোদনধর্মী ফিউশন নিয়ে বাংলা ছবির কালজয়ী পুরানো চরিত্রগুলোকে টি শার্টে চরিত্রয়ন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসঅইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।