ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বসন্তে ফুলেই রূপচর্চা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
বসন্তে ফুলেই রূপচর্চা  গোলাপ ফুলের প্যাক তৈরিতে

ঋতুরাজ বসন্তে বসে ফুলের মেলা। আর গোলাপকে ‍ফুলের রানী বলা হয়। এই ফুলে শুধু গাছের, ঘরের বা নারীর খোঁপার সৌন্দর্যই বাড়ায় না। এটি ত্বকের জন্যও সমান কাজে দেয়। গোলাপে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই ও সি, যা ত্বককে সুন্দর ও মোলায়েম করে তোলে। 

•    সেই সঙ্গে উজ্জ্বলতাও বাড়ায়
•    বলিরেখা দূর করে 
•    ত্বকের তারুণ্য ধরে রাখে 

ত্বক সুন্দর রাখতে গোলাপ ফুলের প্যাক ব্যবহার করুন।  

গোলাপ ফুলের পাপড়ি অথবা পাপড়ির গুঁড়া প্রয়োজনমতো, ৩ চামচ দুধ, ১চা মামচ মধু ও ২ চামচ ময়দা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

 

এই পেস্ট ত্বকে মেখে শুকানোর পর ধুয়ে নিন। ভালো ফল পেতে সপ্তাহে এক দিন ব্যবহার করুন।  

প্রতিবার ত্বক পরিষ্কারের পর তুলার বলের সাহায্যে গোলাপ জল দিয়ে মুখটা মুছে নিতে পারেন, এটি প্রাকৃতিক টোনারের কাজ করে।  


সব সময় তাজা ফুল হাতের কাছে পাওয়া না গেলে, গোলাপ ফুল শুকিয়ে বাড়িতেই মিক্সিতে গুঁড়া করে রেখে দিন।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসঅইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।