ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুন জুতায় পায়ে ফোসকা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
নতুন জুতায় পায়ে ফোসকা  পায়ে ফোসকা পড়া ঠেকাতে

সব বয়সেই আনন্দ হয় নতুন জামা-জুতায়। কিন্তু  নতুন জুতা পরার খুশি নিমিষেই হারিয়ে যায় যদি পায়ে ফোসকা পড়ে। 

নতুন জুতা থেকে পায়ে ফোসকা পড়া ঠেকাতে যা করবেন: 

•    পরার আগে নতুন জুতার ভেতরে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন৷ জুতা নরম হয়ে যাবে, ফোসকা পড়ার আশঙ্কাও কমবে৷

•    পায়ে বেবি পাউডার লাগিয়ে নিন

•    জুতা পরার আগে পায়ে ময়েশ্চারাইজার মেখে নিন। ফোসকা পড়বে না

•    জুতায় সামান্য সরিষার তেল মাখিয়ে নিন।

এটিও ফোসকা থেকে বাঁচাবে।  

তারপরও যদি ফোসকা পড়েই যায়, তাহলে যা করতে হবে: 

•    মধুতে জ্বালাভাব কমে, তাড়াতাড়ি ক্ষত সারে, দাগও মিলিয়ে যায় দ্রুত

•    জ্বালা ও ব্যথাভাব থাকে, সেটা কমাতে দারুণ কার্যকর অ্যালোভেরা জেল

•    পানিতে লবণ দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে ফোলাভাব ও জ্বালাপোড়া কমবে 

•    গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান খুব দ্রুত ফোলা কমাতে এবং জ্বালা বন্ধ করতে সহায়তা করে


•    ব্যান্ড এইড লাগিয়ে নিন।

জুতা কেনার আগে অবশ্যই নিজের সাইজ নিশ্চিত হন। জুতা পড়ে ঠিকভাবে হাঁটতে পারছেন কিনা দেখে নিন। ফ্যাশনের সঙ্গে সঙ্গে কমফোর্টও বিবেচনা করুন।  


বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসঅইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।