ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বাড়িতেই করুন গোল্ড ফেসিয়াল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
বাড়িতেই করুন গোল্ড ফেসিয়াল ঘরোয়া পদ্ধতিতে গোল্ড ফেসিয়াল

যত কথাই বলি, আসলে শীতের সময়ে ঠাণ্ডায় ত্বকের সেভাবে যত্ন নেওয়া হয় না। যার প্রভাব পড়ে শীতের পরেও। এই বসন্তে ত্বকে সোনালি রং পেতে করে নিন গোল্ড ফেসিয়াল।

সময় এবং খরচ বাঁচিয়ে চাইলে ঘরেই করতে পারেন গোল্ড ফেসিয়াল। জেনে নিন: 


•    গোল্ড ফেসিয়াল করার আগে দুধ তুলোতে নিয়ে ত্বক ভালো করে ম্যাসাজ করুন।

 
এরপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করুন

•    স্ক্রাবিং, ১ চামচ চিনি, ১চামচ লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে ত্বক ৫ মিনিট ম্যাসাজ করে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন

•    হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ত্বক মুছুন। এভাবে কয়েকবার করুন 

•    গোল্ড ফেসিয়াল প্যাকের জন্য ১চামচ টকদই, হাফ চামচ হলুদ, ১চামচ নারকেল তেল, ১চামচ লেবুর রস ও ১চামচ মধু ভালো করে মিশিয়ে নিন

•    ত্বকে প্যাকের মতো লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। এবার শুকানোর জন্য অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট 

•    সবশেষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।   

ভালো ফল পেতে ঘরোয়া পদ্ধতিতে মাসে দু’বার করুন গোল্ড ফেসিয়াল।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসঅইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।