ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আপন আলোয় নারী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
আপন আলোয় নারী আপন আলোয় নারী

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের জন্য নারীর কাঙ্ক্ষিত সৌন্দর্য প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড কিছু করবে না তাই কি হয়? বিশ্বের প্রতিটি নারীকে সম্মান জানাতে ওমেন্স ওয়ার্ল্ড  দিচ্ছে বিশেষ অফার!

সৌন্দর্য সচতন নারীদের জন্য ৮ মার্চ সামনে রেখে বিভিন্ন ফেসিয়াল, ফেয়ার পলিশ, হেয়ার কাট, পেডিকিওর, মেনিকিওর, মেকআপসহ ৪টি আকর্ষণীয় প্যাকেজ।  
মাত্র দেড় হাজার টাকা থেকে প্যাকেজ শুরু।

প্যাকেজগুলো চলবে পুরো মার্চ মাস জুড়েই।

যোগাযোগ: সিগনেচার (গুলশান)০১৭৩৩২২৬১৫৭,  বনানী ০১৭৩৩২২৬১৫২, উত্তরা ০১৭৩৩২২৬১৫৩, কাকরাইল ০১৭৩৩২২৬১৫৪ এবং ধানমণ্ডি ০১৭৩৩২২৬১৫৫, মিরপুর ০১৭৩৩২২৬১৫৬।


নারীত্বের উদযাপনে রঙ বাংলাদেশ রঙ বাংলাদেশ
রঙ বাংলাদেশ নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে ও আয়োজনে। সেজন্য এই দিবস উপরক্ষ করে আট দিন (১-৮ মার্চ-২০১৯) পর্যন্ত অনলাইনে থাকছে ১০শতাংশ বিশেষ মূল্যছাড়।  

রঙ বাংলাদেশে নারীর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গল কামিজ, সিঙ্গেল ওড়না,  ফতুয়া, কুর্তি, ব্লাউজ, গহনা, মগ, উপহার সামগ্রী।  

এই দিবসের কালেকশন কিনতে পারবেন রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেট থেকে।   

ওয়েবসাইট: www.rang-bd.com

বাংলাদেশ সময় : ১০৫৩ ঘণ্টা, মার্চ ৫,২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।