ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শালগুলো এবারের মতো তুলে রাখতে হবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
শালগুলো এবারের মতো তুলে রাখতে হবে  আভিজাত্যের প্রতীক পশমিনা শাল

শীত বিদায় নিয়েছে বেশ কিছু দিন, শীতের কাপড় তুলে রাখার জন্য প্রস্তুতও করা হলো, এরপর অসময়ের বৃষ্টিতে বেশ ঠাণ্ডা গেল কয়েকটা দিন। এবার সময় শীতের পোশাক তুলে রাখার।    

অন্য পোশাকগুলো তো ঠিকঠাক মতোই রাখছেন। প্রিয় শালগুলো নিয়ে চিন্তিত? পশমিনা শাল(কাশ্মীরি শালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শাল ‘পশমিনা’) তুলে রাখার আগে:  


•    ড্রাই-ক্লিন করে নিন 

•    শাল একটি তাকে বা বাক্সে সংরক্ষণ করতে হবে

•    শালের সঙ্গে ন্যাপথালিন দিয়ে রাখবেন না।

 

যদি ঘরে পরিষ্কার করতে চান 


•    পাঁচ লিটার পানিতে এক আধা কাপ শ্যাম্পু দিয়ে শাল ভেজান 
•    হালকা হাতে ঘষে 
•    আলাদা পাত্রের পানিতে ধুয়ে নিন 
•    এবার চেপে বাড়তি পানি ঝড়িয়ে 
•    পরিষ্কার সমতল জায়গায় শুকিয়ে নিন 
•    শাল কড়া রোদে দেবেন না।  

পশমিনা শালগুলো আভিজাত্যের প্রতীক, যত্ন করে ব্যবহার করুন। তাহলে বহু বছর শালটি থাকবে নতুনের মতো।  


বাংলাদেশ সময় : ১২১৭ ঘণ্টা, মার্চ ৬,২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।