ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মশার যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
মশার যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে মশার কামড়ে

মশা তাড়াতে কামানও যেন কাজ করে না। মশা ‍আকারে ছোট তবে তারা বেশ বিপজ্জনক। মশার কামড়ে অ্যালার্জি, জ্বর, ম্যালেরিয়া ও ডেঙ্গু হতে পারে।

মশার যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাড়িতে যা করতে পারি: 


কফি

বাড়ির কোথাও পানি জমে থাকলে সেখানে মশার আবাস গড়ে ওঠে। স্থির এই পানিতে কফির গুঁড়া ছিটিয়ে দিন।

অক্সিজেন না পেয়ে মশার ডিমগুলো মরে যাবে।  

ল্যাভেন্ডার অয়েল

ল্যাভেন্ডার অয়েলের গন্ধ মশা সহ্য করতে পারে না। ঘরে এই তেল স্প্রে করুন বা শরীরের খোলা অংশে এটি স্প্রে করেও মশার কামড় থেকে রক্ষা পেতে পারেন।  

নিমপাতা
নিমপাতা পানিতে সেদ্ধ করুন। ঠাণ্ডা করে তা সারা বাড়িতে স্প্রে করুন। এভাবে কয়েক দিন করলে মশা উধাও হয়ে যাবে।

কালিজিরা ও নারকেল তেল
কালিজিরা ও নারকেল তেল ১:১ অনুপাতে মিশিয়ে হাত-পা ও শরীরের খোলা অংশে লাগিয়ে রাখুন। এতে মশা কামড়াবে না।

চা গাছের তেল(টি ট্রি অয়েল)

চা গাছের তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়া উপাদান রয়েছে। পানির সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে শরীরে মেখে নিন। মশা কাছেও আসবে না।  

রসুন
কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সেদ্ধ করতে হবে। ওই পানি সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।  


লেবু ও লবঙ্গ 
একটি লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।

রাতে মশারি দিয়ে ঘুমান, বাড়ির চারদিকে পরিষ্কার রাখুন আর থাকুন মশার যন্ত্রণা থেকে মুক্ত।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।