ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ট্রায়াল রুম, ফাঁদ নয়তো! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ১৮, ২০১৯
ট্রায়াল রুম, ফাঁদ নয়তো!  ট্রায়াল রুমে

ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছে সারা দেশের মানুষ। পছন্দের পোশাক কেনার আগে শরীরে মাপ দেখে নিশ্চিত হয়ে নিচ্ছেন অনেকেই। আর নতুন পোশাকে আমাদের কেমন দেখাচ্ছে, ফিটিং-সাইজ সব দেখে নিতে রয়েছে ট্রায়াল রুম।

মেয়েদের জন্য এই ট্রায়াল রুমে কোনো ফাঁদ পাতা নেই তো, নিশ্চিত হোন এখানে লুকানো কোনো ক্যামেরা বসানো আছে কিনা। এরপর পোশাক চেঞ্জ করুন।

 

কাজটি সহজ, জেনে নিন:  

•    ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালভাবে দেখে নিন

•    হ্যাঙার, কাঠের দেয়ালের খাঁজেও চোখ রাখুন 

•    আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা আছে 

•    দরজায় যেভাবে টোকা দেন, আয়নায়ও সেভাবে টোকা দিন

•    ফাঁপা শব্দ হলে, সাবধান হোন লুকানো ক্যামেরা আপনাকে দেখছে 

•    আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।  

•    পোশাক চেঞ্জ করে নতুন পোশাক পরতে যদি ট্রায়াল রুম ব্যবহার করেন,

•    তবে নিজেকে নিরাপদ রাখতে, ভেতরের বাতিগুলো নিভিয়ে নিন

•    মোবাইল ফোনের আলোতে পোশাক চেঞ্জ করুন, এরপর বাতি জ্বেলে আয়নায় দেখে নিন, কেমন লাগছে।  
 

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।