ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রণবীরের অনুপ্রেরণায় এমন পোশাক! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৯
রণবীরের অনুপ্রেরণায় এমন পোশাক!  দীপিকা পাডুকোন

কান ফিল্ম ফেস্টিভালের লাল কার্পেটে বিশ্বের জনপ্রিয় তারাকারা নজর কাড়েন তাদের জমকালো পোশাকের জন্য। বিশ্ব মিডিয়া অপেক্ষা করে তাদের নিয়ে স্টোরি করতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

সবার চোখে এই ক’দিনের সব থেকে আলোচিত সাজে দেখা গেছে বলিউড তারকা  দীপিকা পাডুকোনকে। তার পোশাক ও ফ্যাশন ভাবনা স্বামী রণবীর সিংয়ের কাছ থেকে এসেছে বলেও মন্তব্য করেছেন অনেকে।

 

দীপিকা পাডুকোন
চারটি ভিন্ন সাজে দেখা গিয়েছে দীপিকাকে, এর মধ্যে লাল গালিচায় হাঁটার জন্য কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন অভিনেত্রী দীপিকা কচি কলাপাতা রঙের যে ঘাসের মতো ছড়ানো গাউন পরেছিলেন তা নিয়েও অনেকেই সমালোচনা করেছেন।  

শুক্রবার বিকেলে দীপিকা পিটার ডান্ডাসের একটি ক্রিম রঙের গাউন পরেছিলেন, সঙ্গে একটি বিশাল চকোলেট বাদামী রঙা বো। দীপিকা চুলের জন্য বেছেছিলেন পনিটেল স্টাইল। চোখে ঘন কাজল আর গাঢ় লিপিস্টিকে তাকে আলাদাই দেখাচ্ছিল অন্য সময়ের তুলনায়। তবে এই সাজও ভক্তদের খুব খুশি করতে পারেনি।  

তৃতীয়বার তিনি কান-এ ল'রিয়ালকে প্রতিনিধিত্ব করছেন এই তারকা।

বলিউডে রণবীর সিংয়ের অদ্ভুত সব পোশাক কালেকশন নিয়ে হরহামেশাই মজা করেন ভক্তরা।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।