ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঈদ উপহারও ডিজিটাল!  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ২১, ২০১৯
ঈদ উপহারও ডিজিটাল!   উপহারও ডিজিটাল

চলছে রমজান, সামনেই ঈদ। গিফট দিতে হবে অনেককেই। জ্যাম ঠেলে দোকানে গিয়ে কারো জন্য কিছু কেনা, সাইজ ঠিক হলো কিনা, পছন্দ হলো কিনা, অনেক রকমের সমস্যা। 

আবার যাকে গিফট দেবেন, তার পছন্দ নাও হতে পারে। এসব সমস্যার সমাধান দেবে ‘এক্সট্রা’।

ফোনে এক্সট্রা অ্যাপ ইনস্টল করে ডিজিটাল গিফট ভাউচার/কার্ড দিতে পারবেন এক্সট্রার মার্চেন্ট (ফ্যাশন আউটলেট, রেস্টুরেন্ট, ইকমার্স সাইট ইত্যাদি) লিস্ট থেকে।  

গিফট গ্রহণকারী সঙ্গে সঙ্গে এসএমএস পাবেন আপনার মোবাইল নম্বরসহ। তিনি এক্সট্রা অ্যাপ ইনস্টল করে আপনার ঠিক করে দেয়া দোকান/সাইট থেকে তার পছন্দমতো পণ্য কিনতে পারবেন সহজেই।  

এক্সট্রার ফাউন্ডার মঞ্জুরুল আলম মামুন বলেন, অ্যাপটির মাধ্যমে ঈদ ছাড়াও পহেলা বৈশাখ, পূজা, বড়দিন, বিয়ে, জন্মদিন এবং অন্য উৎসবে প্রিয়জনকে কিংবা কর্পোরেট গিফট দেয়া যাবে।  

এক্সট্রার সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, রেস্টুরেন্ট ও ই-কমার্স সাইট।    


বিস্তারিত জানতে: www.xtragift.com


বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।