ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বুঝতে পারছেন, তিনি এড়িয়ে যাচ্ছেন! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
বুঝতে পারছেন, তিনি এড়িয়ে যাচ্ছেন!  সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে

ছোট একটা ভালো লাগা থেকে শুরু হয় দু’জনের একপথে চলার স্বপ্ন দেখা। ভালোবাসা তখনই সম্পর্কে রূপ নেয় যখন দু’দিক থেকেই সাড়া মেলে। যদি ভালোবাসা, আগ্রহ নিয়ে কল্পনার রাজ্যে একাই সংসার সাজান তবে তাকে ক্রাশ বলাই ভালো।

কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি জানেন  আপনার মনের কথা আর তারপর তিনি এমন কিছু আচরণ করেন যা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে বুঝে নিন তিনি আসলে এড়িয়ে যেতে চাইছেন।  

অনেকের জীবনেই এমনটা ঘটতে পারে, এমন কি ভালোবাসার সর্ম্পকে জড়িয়েও একজন হয়ত আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, চেষ্টা করতে পারেন সে সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে।

 

প্রিয় মানুষটির কোন ব্যবহারগুলো দেখে বুঝবেন তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। মিলিয়ে নিন: 

•    তাকে নিয়ে অনেক দিনের কোনো ইচ্ছা বা স্বপ্নের কথা জানালেও যদি তিনি সেভাবে আগ্রহ না দেখান 

•    যখন সম্পর্কে ছিলেন, তখনকার তুলনায় যোগাযোগ কমিয়ে দেয়া 

•    আপনি যোগাযোগের চেষ্টা করলে, ব্যস্ততার কথা বলে এড়িয়ে যাওয়া 

•    তাকে নিয়ে আপনার এত কল্পনা, পরিকল্পনা অথচ তার কোনো প্লান নাই আপনাকে ঘিরে 

•    আপনার কোনো ব্যক্তিগত বিষয়েও উৎসাহ দেখান না 

•    তার কোনো বিষয়ও শেয়ার করেন না 

•    সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আপনার কোনো ছবি বা লেখা তিনি হয়ত খেয়ালই করছেন না। অথচ অন্য বন্ধুদের বিষয়ে তিনি বেশ সরব 

•    আপনি হয়ত তাকে কোনো বিষয়ে অনেক কথা লিখলেন বা বললেন, তার উত্তরে দুই একটা কথা বলেই তিনি কথা শেষ করলেন 

•    এমনও হতে পারে খেয়ালই করলেন না, আপনি কি লিখেছেন, তিনি কিন্তু সব সময়ই অনলাইনেই থাকেন 

•    দু’জনে গল্প করা, কোথাও ঘুরতে যাওয়ার আগ্রহ বা ইচ্ছাও নেই তার।  

বিষয়গুলো যদি এমনই হয়। তবে যে সম্পর্ক রাখতে গিয়ে আপনি কষ্টই বেশি পাচ্ছেন। সময় থাকতে নিজেকে বোঝান, তিনি আপনার জন্য ঠিক সঙ্গী নন। একতরফা ভালোবাসার দায় কিন্তু তার নয়। তাই তাকে দোষারোপ করারও কিছুই নেই। মানুষের মন বদলে যেতেই পারে। আপনিও সামনে তাকান... 


বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসআইএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।