ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

হাত বাড়ালেই ঘটতে পারে বড় দুর্ঘটনা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
হাত বাড়ালেই ঘটতে পারে বড় দুর্ঘটনা  হাত আটকে যেতে পারে

বাড়ির ওপরে ওঠার সময় বন্ধ হয়ে আসা লিফটের দরজা খোলার জন্য হাত দিয়ে প্রায়ই থামান জিহাদ। সঙ্গে থাকলে তার স্ত্রী মুনিয়া প্রতিবারই বকা দেন, বুঝিয়ে বলেন এটা করা ঠিক নয়। এটা থেকে ঘটতে পারে বড় দুর্ঘটনা। 

জিহাদকে এভাবে হাত দিয়ে লিফটের বন্ধ হওয়া ঠেকাতে মুনিয়া কেন বারণ করেন, জেনে নিন:   


•    অনেক সময় লিফট বা বাসের দরজায় লাগানো সেন্সর কাজ না করলে বড় বিপদ হতে পারে 


•    বিশেষজ্ঞরা বলেন, কিছুতে বাধা পেলে এই অপটিক্যাল সেন্সর বৈদ্যুতিক সিগন্যালের সাহায্যে ফের সেই দরজা খুলে দেয় 

•    দরজায় আটকে যাওয়া যাত্রীর শরীরের কোনো অংশ যদি দরজার মাঝামাঝি থাকে, সে ক্ষেত্রে বেশি সংখ্যায় সেন্সর একসঙ্গে কাজ করলে দরজাটি খুলে যায় 

•    কিন্তু যখন যাত্রীর শরীরের কোনো ছোট অংশ যেমন হাত-পা বা আঙুল দরজায় আটকায়, তখন সবক’টি সেন্সর কাজ করে না

•    আবার সে মুহূর্তে যদি কোনো যান্ত্রিক গোলযোগ দেখা যায়, তা হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়

•    লিফটের সেন্সর কখন বিকল হয়ে পড়বে, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়

•    এজন্য হাত বা শরীরের অংশ লিফট বা এসি বাসের দরজা বন্ধ হওয়া আটকাতে ব্যবহার করা উচিত নয়

•    দুর্ঘটনা এড়াতে দরজা বন্ধ হওয়ার শেষ সময়ে লিফট বা এসি বাসে ওঠাও ঠিক নয়  

•    কয়েক সেকেন্ড সময় বাঁচাতে গিয়ে বড় বিপদ ডেকে আনবেন না। নিয়মমতো বাটন চাপুন, অপেক্ষা করুন, লিফটের দরজা খুললে এবার উঠুন।


বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসআইএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।